ঢালিউড ইনফোটেইনমেইন্ট::
প্রেক্ষাগৃহ বন্ধের তালিকায় এবার যুক্ত হচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী 'পদ্মা ও
সুরমা' প্রেক্ষাগৃহ দুটি। ১৯৮৮ সালে রামপুরায় ১৫ বিঘা জায়গার ওপর
প্রতিষ্ঠিত এ প্রেক্ষাগৃহ দুটির কর্ণধার হচ্ছেন চলচ্চিত্রকার শফী
বিক্রমপুরী। মালিক সূত্রে জানা গেছে, চলচ্চিত্রের ব্যবসা মন্দা হওয়ায়
লোকসান গুনে প্রেক্ষাগৃহ দুটি আর টিকিয়ে রাখাসম্ভব হচ্ছে না। একটি সূত্র
জানায়, প্রেক্ষাগৃহের স্থানে বহুতল
বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণের জন্য একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে
আলাপ চলছে। এখানে ২৫ তলা ভবন নির্মাণ করা হবে। নিচের ছয়তলা পর্যন্ত থাকবে
বাণিজ্যিক প্রতিষ্ঠান, সাততলা থেকে ২৫ তলা পর্যন্ত আবাসিক ভবন। এদিকে
রাজধানীসহ সারা দেশে অব্যাহতভাবে প্রেক্ষাগৃহ বন্ধেরঘটনায় উদ্বেগ প্রকাশ
করেছেন চলচ্চিত্রকার ও দর্শকরা। তাদের কথায়, এভাবে প্রেক্ষাগৃহ বন্ধ হতে
থাকলে এ দেশে চলচ্চিত্র প্রদর্শন হবে কোথায়? দেশে থাকা ১২শ'র অধিক
প্রেক্ষাগৃহের মধ্যে গত ১০ বছরে বন্ধ হতে হতে বর্তমানেএ সংখ্যা ৬শ'র নিচে
এসে ঠেকেছে। একই সময় রাজধানীতে থাকা প্রায় ৪৩টি প্রেক্ষাগৃহের মধ্যে বন্ধ
হয়ে বর্তমানে ৩২টিতে দাঁড়িয়েছে। অচিরেই বন্ধ হচ্ছে অভিসার, পুনম ওনেপচুন
প্রেক্ষাগৃহ।
সুত্র: বাংলাদেশপ্রতিদিন
No comments:
Post a Comment