Wednesday, October 17, 2012

কারামুক্তি পেল দেবদাস

ছবি: ঢালিউড ইনফোটেইনমেইন্ট
ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: দীর্ঘ প্রতিক্ষার পর সেন্সর ছারপত্র পেল চাষী নজরুল ইসলামের নতুন ছবি ‘দেবদাস’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ নিয়ে নির্মিত বহুল আলোচিত এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্র চুনীলাল-এর পোশাক সংক্রান্ত জটিলতার কারণে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিতে আপত্তি জানায়। পরে ছবির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লি. সেন্সর বোর্ডের আপিল বোর্ডে আবেদন করে। আপিল বোর্ডের বিজ্ঞ সদস্যরা ছবিটি দেখে ছাড়পত্র প্রদানে অনাপত্তি প্রকাশ করলেও সেন্সর বোর্ড দীর্ঘদিন ছাড়পত্র প্রদান করা থেকে বিরত থাকে। শেষ পর্যন্ত সোমবার সেন্সর বোর্ড ছবিটি সারা দেশে অবাধ প্রদর্শনের জন্য ছাড়পত্র প্রদান করে।
এ প্রসঙ্গে পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, ‘দেবদাস’-এর কারামুক্তি ঘটেছে। তিনি বলেন, বিনা দোষে কারাভোগের পর ছবিটি এখন মুক্ত। আমি আশা করছি ‘দেবদাস’ সারা দেশের সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করবে। সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত বাংলাদেশে দ্বিতীয়বারের মতো নির্মিত ‘দেবদাস’ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। পার্বতী চরিত্রে অপু বিশ্বাস, চন্দ্রমুখী চরিত্রে মৌসুমী এবং চুনীলাল চরিত্রে শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন মহম্মদ হান্‌নান, খলিলুর রহমান কাদরীসহ অনেকেই। ছবির চিত্রগ্রহণ করেছেন জেডএইচ মিন্টু, সংগীত ইমন সাহা। মুক্তির আগেই ব্যাপকভাবে আলোচিত ছবি ‘দেবদাস’ যে কোন উৎসবমুখর দিনে মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment