Monday, January 7, 2013

পরিচালক সমিতির নির্বাচন | খোকন-গুলজার প্যানেলের জয়

ঢালিউড ইনফো:: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক সমিতির ২০১৩-২০১৪ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছেন শহীদুল ইসলাম খোকন এবং মুশফিকুর রহমান গুলজার প্যানেল।

শুধুমাত্র ‘হাননান-মানিক’ প্যানেলের তিনটি কার্যনির্বাহী সদস্যপদ ছাড়া বাকি সবগুলো পদেই ‘খোকন-গুলজার’ প্যানেল জয় পেয়েছে। ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা৫৫ মিনিটে পরিচালক শাহ মো: সংগ্রামের ভোট গ্রহণের মধ্যদিয়ে পরিচালক সমিতির ২০তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত বিরতি ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত সর্বমোট ৩০০ জন ভোটার এবারের নির্বাচনে ভোট দেন। যার মধ্যে ১৫ টি ভোট বাতিল বলে গণ্য হয়। মোট ভোটার ছিল ৩২০ জন। নানা কারণে ২০ জন ভোটার ভোট দিতে আসতে পারেননি।

পূর্ণিমা-মোনালিসার ভুয়া আইডি || ফেসবুকে নির্মাতা ও অভিনয়শিল্পী থেকে সাবধান!


ঢালিউড ইনফো :: হঠাৎ পরিচিত এক বড় ভাই সে দিন ফোন দিলেন। ফোন করে তিনি একজন পরিচালকের নাম বললেন। আর বললেন, “আমার ছোট বোন অভিনয় করতে চায়। ফেসবুকে তার একজন পরিচালকের সঙ্গে পরিচয় হয়েছে। এ পরিচালক কেমন? তুমি কি তার সম্পর্কে আমাকে জানাতে পারবা?”

আমি তাকে জানালাম এ নামে কোনো নির্মাতাকে চিনি না। তারপরেও খবর নেবো। কয়েকজন পরিচালকের কাছে ঐ পরিচালকের নাম বললাম, কেউ চিনলেন না। এরকম অনেক নির্মাতাকেই আজকাল ফেসবুকে দেখা যায়। তাদের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় কেউ হয়তো অমুক অডিও ভিজুয়্যালের প্রধান নির্বাহী (সিইও), কেউ তমুক প্রযোজনা প্রতিষ্ঠানের এমডি ইত্যাদি।

Friday, January 4, 2013

চলচ্চিত্রের ডাবিং নিয়ে মীমের ভয়!

ঢালিউড ইনফো ::
বিদ্যা সিনহা মীমের নতুন ছবি ‘জোনাকির আলো’র শুটিং শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ছবিটির বাকি অংশের শুটিং হবে।

আর ১২ জানুয়ারি থেকে ছবিটির ডাবিং শুরু হবে। ছবির ডাবিংয়ে বিদ্যা সিনহা মীম অংশ নিবেন। এ কারণে একটু চিন্তিত এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে মীম বলেন, ‘চলচ্চিত্রের ডাবিংয়ের ক্ষেত্রে আমার কিছুটা ভয় কাজ করে। এতদিনেও ভয়ের ব্যাপারটি কাটিয়ে উঠতে পারিনি। তবে এবার আশা করি, সব ধরণের জড়তা কাটিয়ে সংলাপগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারব। আর একটি কথা ‘জোনাকির আলো’তে দর্শকরা আমকে নতুন রুপে দেখবেন।’