Saturday, December 29, 2012

ত্রিদেশীয় উৎসব মাতালেন তিন তারকা


ঢালিউড ইনফো:: বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। আলাদা আলাদা তিনটি দেশের নাম হলেও বাংলাদেশের সংগীতপ্রেমীদের    নিকট ভারত ও পাকিস্তানের শিল্পীর জন্য ভালোবাসার শেষ নেই। এমনটিই প্রমাণ মিলল শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত  প্র্রামীণফোনের ‘ট্রাই নেশন মেগা  ফেস্টিভ্যাল’ সংগীত উৎসবে।

একত্রিত হয়েছিলেন তিন দেশের তিন তারকা কণ্ঠশিল্পী যথাক্রমে জেমস, সনু নিগম এবং শাফকাত আমানত আলী।

Tuesday, December 18, 2012

আসছে থার্ড জেনারেশন...

থ্রিজি বলে একটা শব্দ আমাদের জীবনে যুক্ত হয়েছে। এই থ্রিজি বা থার্ড জেনারেশন নিয়ে একটু বেশিই ভাবনায় আছেন সকলে। তৃতীয় প্রজন্মের সময়টা কেমন হবে? এর উত্তর হয়তো পাওয়া যেতে পারে সাইফুল ইসলাম মান্নুর রচনা ও পরিচালনায় ‘থার্ড জেনারেশন’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে।

Monday, December 17, 2012

ফ্রান্সে যাচ্ছে 'উত্তরের সুর'

ঢালিউড ইনফো:: 'উত্তরের সুর' চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার ফ্রান্সে যাচ্ছে। সেখানকার প্রবাসী বাঙালিদের সংগঠন 'এশিয়ান কালচারালস ফ্রাঙ্কো বাংলাদেশি'র আয়োজনে ৩০ ডিসেম্বর প্যারিসে ছবিটি প্রদর্শিত হবে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন শাহনেওয়াজ কাকলী। তিনি জানান, এর আগে 'উত্তরের সুর' 'পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এবং 'থার্ড আই বোম্বে ফিল্ম ফেস্টিভ্যাল' প্রদর্শিত হয়েছে। এ ছাড়া আগামী বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় ছবিটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

শাহনেওয়াজ কাকলী আরও জানান, ২৮ ডিসেম্বর তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুসি, উৎপল, শিশুশিল্পী মেঘলা এবং রংপুর থিয়েটারের নাট্যজনরা।

Sunday, December 16, 2012

অস্বচ্ছতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ঢালিউড ইনফো:: বিতর্কে জড়িয়ে পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জুরিবোর্ড সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহল। সবার মতে জাতীয় শিল্প-সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রবর্তন করা হয়েছিল। কিন্তু প্রভাব এবং পক্ষপাতিত্বের কারণে সেই লক্ষ্য বরাবরই
ব্যাহত হচ্ছে।

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর থেকেই এতে নানা প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও বিষয়টি জোরালো হয় ২০১০ ও ২০১১ সালে অভিনেতা আলমগীরের পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে। ও িবছর আলমগীর জুরিবোর্ডের অন্যতম সদস্য ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জুরিবোর্ডের সদস্যরা পুরস্কার নিতে পারবে না এমন কোনো নীতিমালা না থাকলেও নৈতিকভাবে কোনো সদস্যের এই পুরস্কার নেওয়া উচিত নয়। নিলে জুরিবোর্ডসহ সরকার বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়। সন্দেহ ও বিতর্ক দেখা দেয়। বাস্তবে ২০১০ ও ২০১১ সালে সেটিই হয়েছে। ২০১০ সালে আলমগীর শ্রেষ্ঠ পাশর্্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান 'জীবন মরণের সাথী' চলচ্চিত্রের জন্য। ওই সময়ও তিনি জুরিবোর্ডের সদস্য ছিলেন। ২০১১ সালেও জুরিবোর্ডের সদস্য থাকা অবস্থায় আবারও তিনি পাশর্্ব অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন 'কে আপন কে পর' চলচ্চিত্রের জন্য। আলমগীরের পুরস্কার পাওয়া নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, এবার 'খণ্ড গল্প' নামে একটি চলচ্চিত্রের জন্য সুবর্ণা মুস্তাফাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের জন্য সুপারিশ করা হলে জুরিবোর্ডের সদস্য হওয়ায় সুবর্ণা নিজেই পুরস্কার গ্রহণে অসম্মতি জানান এবং তার আপত্তির ফলে সুপারিশ প্রত্যাহার করা হয়।

Thursday, December 13, 2012

বদলে যাওয়া জয়া...

দৈনিক খবরের কাগজে একটা খবর ছাপা হয় কয়েক বছর আগে। খবরের হেড লাইন ‘অভিনেত্রী জয়া আহসান নিখোঁজ’। খবরটা পড়ে আঁতকে উঠেন অনেকেই। মুহুর্তেই ফোন আসতে থাকে পত্রিকা অফিসে। সবাই জানতে চান জয়া আহসানের খবর। কিন্তু জয়া আহসানের নিখোঁজের খবরটা ছিল একটি বিজ্ঞাপনের নতুন কৌশল মাত্র। সেদিন টের পাওয়া গিয়েছিল এ অভিনেত্রীর জনপ্রিয়তার মাত্রা। তাকে বাধ্য হয়ে নিজের ফোন বন্ধ করতে হয়েছিল সেদিন।

কেনাকাটা নামে একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। জয়া নিজেও ভাবেননি এতটা জনপ্রিয়তা তৈরি হবে তার। তবে সকল সময় নিজের ক্যারিয়ারের বিষয়ে বেশ সচেতন ছিলেন এ অভিনেত্রী। তিনি জেনে গিয়েছিলেন মিডিয়াতে প্রচুর চোরাবালির ফাঁদ আছে। তাই তার সাবধানী পা সব সময় সচেতন ছিল।

নিজে আন্দাজ করতে পারতেন কখন কি করতে হবে। টেলিভিশন নাটকে একটা সময় পর্যন্ত প্রচুর সময় দিয়েছেন। মনটা যোগ করেছেন কাজে। বছরে একশ নাটকে অভিনয় করে রেকর্ড করতে হবে এ ধরণের কোন বাহানা ছিল না। তবে ভালো নাটকে অভিনয়ের পাশাপাশি খারাপ নাটকেও যে তাকে দেখা যায়নি তা বলা যাবে না।

সব অভিনেতা অভিনেত্রীরই স্বপ্ন থাকে চলচ্চিত্রে অভিনয় করার। জয়ারও ছিল এবং আছে। আমাদের টেলিভিশন মিডিয়ার অনেকেই চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে হোঁচট খেয়েছেন। আবার ফিরে এসেছেন। জয়া এবার হাটছেন চলচ্চিত্রের দিকে। নিজের চলার পথটা আরো একবার বদলে নিতে চান।

Tuesday, December 11, 2012

Mrs. Shakib Al Hasan যুক্তরাস্ট্রপ্রবাসী ''উম্মে আহমেদ শিশির''

সংগৃহীত:: প্রথম আলোর  খেলার পাতায় চোখ পড়ল সাকিবের দ্বিতীয় ইনিংসের কথা। খুব ভালো লাগলো পড়ে যে সাকিব বিবাহিত হতে যাচ্ছেন। যখন রাজ্জাক, রিয়াদ, কৌশিক(মাশরাফি) বিবাহিত হয়েছেন তখনও একই অনুভূতি জেগেছে। একজন ক্রিকেট ভক্তের যেমন লাগে। সাকিব হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের অন্যতম সেরা ক্রিকেটার। তার বিবাহ নিয়ে একটু বেশিই মাতামাতি হবে এটাই স্বাভাবিক। শুরুতে ফেবুতে অনেক পেইজেই শুভ কামনা ছিল সাকিবের এবং তার হবু স্ত্রীর জন্য। আমি নিজেও একটা পোস্ট দিয়েছিলাম।
যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। কলামে পড়েছিলাম যে তিনি(উম্মে আহমেদ শিশির) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন এবং যুক্তরাস্ট্রের প্রবাসী। ভালো লাগলো জেনে যে সাকিব ভালো জীবনসঙ্গী পেয়েছে। এতটুকু পর্যন্ত সব ঠিকঠাক। কতগুলো ফ্যানপেইজ থেকে কিছু পোস্ট দেখে আগ্রহ জাগল তার ব্যাপারে বিস্তারিত জানতে। এখন কেন যেন মনে হচ্ছে সাকিব ভুল মানুষ বেছে নিয়েছেন। সাকিবের বিয়ে প্রসঙ্গ উঠতে গিয়ে একবার বন্ধুদের সাথে রসিকতা করে বলি, "সাকিবের বিয়ের পাত্রি খোঁজা হবে সেই যুগের মতো। লাইন ধরে দূর-দূরান্ত থেকে আসবে রুপবতীরা। তাদের মাঝে সাকিব বেছে নিবেন সেরা মেয়েকে।" সাকিবের এতটা খ্যাতির কারণে এরকম চিন্তা কোনো অস্বাভাবিক না। যদিও অনেকটা অবাস্তব ( :D )। শিশির পশ্চিমা দেশের প্রবাসী হওয়ায় সেখানকার সংস্কৃতি তাকে ভালো মতোই ধরে বসেছে। নিচের কিছু ছবি দেখে তা বুঝতে পারবেন।








কপালে ভাঁজ পড়ে গেল? নাকি ভুরু কুঁচকে গেল? অনেকেই এখন বাজে শব্দ দিয়ে সম্বোধন করবেন। অনেকেই বলবেন ব্যাপার না। আবার অনেকেই বলবেন, বিবাহ তার আপনার মাথা ব্যাথা কীসের!! কিন্তু এরকম খেলোয়াড়কে নিয়ে যখন এইসব ছবি শেয়ার করে তামাশা করা হয় তখন কেমন লাগে! তার ছবি নিয়ে বাজে পেইজগুলো নোংরা পোস্ট দিচ্ছে। সাকিব কি এগুলো জেনে তাকে বেছে নিয়েছেন! নাকি কোনো ভুলপথে পা বাড়াচ্ছেন। যদি ভুলপথে পা দিয়ে থাকেন আর তা যদি ক্যারিয়ারে বাজে প্রভাব ফেলে তাহলে তা ক্রিকেট দল ও তার ব্যক্তিগত জীবনের জন্য ভালো হবে না। শিশির যুক্তরাস্ট্রপ্রবাসী কিন্তু তাদের প্রণয় বাঁধে সাকিব আল হাসানের কাউন্টি খেলার সময়!! কাউন্টি তো যুক্তরাস্ট্রে হয় নি!!!
এখন অনেকেই বলেছেন, দেশে কি মাইয়্যার অভাব পড়ছে নাকি! আবার অনেকেই বলেছেন সাকিব তাঁর পূর্ব পরিস্থিতি ভুলে গেছেন। এটা কোনো উপযুক্ত কথা নয়। সাকিব মুসলমান এবং বাঙালী বিয়ে করতে যাচ্ছেন। এরপর "কিন্তু" থেকে যায়। শুনেছি কোনো মেয়েকে খারাপ বলার আগে ৪জন সাক্ষী রেখে বলতে হয়। কিন্তু ছবিগুলো কি বলে!
এখানে সাকিবকে নিচু করা হচ্ছে না। এটা কোনো ষড়যন্ত্র কিংবা গুজব নয়। একটা সাধারণ পোস্ট মাত্র। তাই সাকিবের বিপক্ষে কিংবা তাঁর হবু স্ত্রী নিয়ে বাজে মন্তব্য এখানে গ্রহণযোগ্য নয়। কোনো বাজে বিতর্ক এখানে সৃষ্টি করবেন না।

**ছবিগুলো সংগ্রহ করা হয়েছে https://www.facebook.com/Missmarajuana আইডি এর "PLAYBOY Party! a.k.a Lenas 21st" এ্যালবাম থেকে।

FB Link: https://www.facebook.com/notes/bangladesh-cricket-info/%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%81mrs-shakib-al-hasan-%E0%A6%93-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE/527825010561744

বড় পর্দার নায়িকা হয়ে...

ঢালিউড ইনফো:: ছিলেন আরজে। এর পর সুন্দর হাসি আর সাবলীল উপস্থাপনা দিয়ে টেলিভিশন দর্শকের কাছে হলেন জনপ্রিয়। তার পর নিয়মিত নাটকের অভিনেত্রী। আর এবার তিনি আসছেন বড় পর্দার নায়িকা হয়ে। কথা হচ্ছিল নওশীন নাহরীন প্রসঙ্গে। আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে নওশীন অভিনীত চলচ্চিত্র 'হ্যালো অমিত'। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আদনান ফারুখ হিল্লোল। এরই মধ্যে 'হ্যালো অমিত'র পোস্টার এবং গান দর্শকের মনোযোগ কেড়েছে। নওশীনের মতে, 'আমার ধারণা ছবিটি ভালো সাড়া জাগাবে। কাজ করে যতটুকু বুঝেছি সচেতন দর্শকের কাছে ভালো লাগবে ছবিটি।'

'হ্যালো অমিত'র পর দ্বিতীয় চলচ্চিত্রেও কাজ শুরু করেছেন নওশীন। নাম চূড়ান্ত না হওয়া এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ডায়েল রহমান। এ চলচ্চিত্রে নওশীনের বিপরীতে অভিনয় করছেন আমিন খান। এরই মাঝে চলচ্চিত্রটির দুটি গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন নওশীন। তিনি বলেন, 'চমৎকার দুটি গানের চিত্রায়ণে অংশ নিয়েছি। ভালো লেগেছে। এখনো ছবিটির অনেক কাজ বাকি। তাই বেশি কিছু বলতে পারছি না। তবে প্রত্যাশা করছি_ ভালো একটি ছবি নির্মিত হবে, যা দর্শকের কাছে সমাদৃত হবে।'

নাম চূড়ান্ত না হওয়া এ চলচ্চিত্রটির দুটি গানের চিত্রায়ণ হয়েছে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও কনা। চলচ্চিত্রের বাকি শুটিং শুরু হবে জানুয়ারির শেষে।

চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করছেন নওশীন। তবে তার নামের সঙ্গে এবার যুক্ত হচ্ছে নতুন পরিচয়। আর তা হচ্ছে_ ব্যবসায়ী নওশীন। হিল্লোল আর তিনি মিলে বনানীতে ফ্যাশনসচেতনদের জন্য একটি সুপার শপ চালু করছেন। ২০ ডিসেম্বর শপটির উদ্বোধন। নাম রেখেছেন 'সিগনেচার বিডি'। নওশীন বলেন, 'ফ্যাশন সচেতনদের জন্য সবকিছু পাওয়া যাবে এখানে। ড্রেস, জুতা, পারফিউম থেকে শুরু করে সব।'

কিছু দিন ধরে নওশীন ও হিল্লোলকে নিয়ে আলোচনা চলছিল। তাদের বাংলাদেশ প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বহিষ্কার করেছিল। কিন্তু ঢাকঢোল পিটিয়ে বহিষ্কার করলেও প্রায় নিশ্চুপে তা তুলেও নেওয়া হয়।