Wednesday, November 21, 2012

৭ ডিসেম্বর মীমের বিয়ে !!

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: শাবরীনা শাকা মীম। মিডিয়ায় তাকে ছোট্ট মীম বলেই চিনেন সবাই। সেই ছোট্ট মীম এবার বিয়ে করতে যাচ্ছেন। কথা ছিল এ বছরই বিয়েটা করবেন তিনি। কথা মতই কাজ করেছন তিনি। তার মা পাত্র দেখছিলেন বহুদিন ধরে। অবশেষে ৭ ডিসেম্বর এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।
পাত্র শাহরিয়ার আহমেদ পেশায় একজন ডাক্তার। এ বিষয়ে মীম  বলেন ‘আমি বরবারই আমার মার কথামত চলেছি। মায়ের পছন্দ এবং আমার পরিবারের পছন্দ মতেই বিয়েটা হতে যাচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাইছি। যেন আমার নতুন জীবন সুন্দর করে সাজাতে পারি।’
বিয়ের পর নতুন সংসার এবং অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। নতুন বছরে একটি চাকরিতেও যোগ দেবার কথা রয়েছে তার।

দীর্ঘদিন প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন 'নতুন কুড়ি'খ্যাত সাবরিন সাকা মীম। পাত্র ব্রাহ্মণবাড়িয়ার ছেলে শাহরিয়ার আহমেদ সজীব। তার হবু বর ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে আইসিডিডিআরবিতে রিসার্চ বি
ভাগে কাজ করছেন। আসছে ৫ ডিসেম্বর তাদের গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৭ ডিসেম্বর জমকালো আয়োজন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। তার দুদিন পর ৯ ডিসেম্বর তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে। এ প্রসঙ্গে মীম বলেন, 'হঠাৎ করেই বিয়ের কথা-বার্তা পাকা হয়ে গেছে। সত্যিই এখন অন্যরকম লাগছে। আমার বিয়েতে বন্ধু-বান্ধব এবং মিডিয়াকর্মীদের নিমন্ত্রণ করেছি।' মীম আরো বলেন, 'আমি বরাবরই ঘরকুণো স্বভাবের মেয়ে। তাই বিয়ের পর বাবা-মাকে ছেড়ে থাকতে হবে, এ কথাটি ভাবতেই কান্না পাচ্ছে। আশা করি, সবার আশীর্বাদ পেলে বিবাহিত জীবনে আমরা সুখী হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।' উল্লেখ্য, পাত্র শাহরিয়ার আহমেদ সজীব চিকিৎসক পরিবারের ছেলে। তার বাবা-মা দুজনই ডাক্তার। বিয়ের পর মীম আজিমপুর তার শ্বশুড়বাড়িতেই থাকবেন।

Sunday, November 18, 2012

বাণিজ্যিক ছবিতে অভিনয় করব : হোমায়রা হিমু



ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে নাটক পকেট আছে টাকা নাই। নাটকটিতে অভিনয় করেছেন হোমায়রা হিমু। কথা হলো তাঁর সঙ্গে।

ইদানীং ঘন ঘন বিদেশ সফর করছেন কেন?
নাটকের কাজ থাকলে বিদেশে যাই। কিন্তু ঘন ঘন বিদেশ যাচ্ছি, তা ঠিক নয়। সর্বশেষ নেপালে গিয়েছিলাম উই আর ফ্রেন্ডস নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে। তা-ও তো অনেক দিন হয়ে গেল। আর বিদেশে গিয়ে শুটিং করতে ভালো লাগে না।
পকেট আছে টাকা নাই’ নাটকটি প্রসঙ্গে কিছু বলুন।
খুব মজার গল্প। নাটকটির কিছু অংশের শুটিং করেছিলাম তেজগাঁওয়ের বেগুনবাড়ী বস্তিতে। একটি দৃশ্যে আমি আর সিদ্দিক ঝগড়া করছি। আশপাশের অনেকেই তা বাস্তব বলে মনে করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমে যায়। আরেকটি দৃশ্যে মিথ্যা বলার অপরাধে সিদ্দিককে মার দিই। তারপর ব্যথার জায়গায় মলম লাগানোর কথা বলে মরিচের গুঁড়া দিই। যখন সে চিৎকার দেয়, তখন আরও মার দিই। এই নাটকে আমাদের সঙ্গে আরও আছেন আ খ ম হাসান আর আলভী।
আপনি তো দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
হ্যাঁ, আমার বন্ধু রাশেদ ছবির কথা অনেক দিন মনে থাকবে। আর এক কাপ চা ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছি। এখন বাণিজ্যিক ছবিতে অভিনয় করব।
বিয়ে করছেন কবে?
ভেবেছিলাম ১১.১১.১১ তারিখে বিয়ে করব। পারিনি। এরপর ভাবলাম ১২.১২.১২ তারিখে করব। এবারও হবে না। এরপর আর বিয়ে নিয়ে কিছু ভাবছি না। আমার মা আছেন, তিনিই ভাবছেন। আমি শুধু কাজ করছি।

Wednesday, November 14, 2012

দেহরক্ষী’র সঙ্গে চুক্তি করলো এশিয়ান টিভি ও রেডিও ফূর্তি

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। মারুফ, আনিসুর রহমান মিলন ও ববি অভিনীত ছবিটির ট্রেইলার, পোষ্টার এবং গান এরই মধ্যে ইন্টারনেটের কল্যাণে দর্শকের চোখে পড়েছে।

ডিজিটাল প্রযুক্তিতে নির্মিতব্য এই ছবিটি নিয়ে এরই মধ্যে প্রদর্শকদের মধ্যেও বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু প্রযোজক অদিত ছবিটি মুক্তির আগে আরো প্রমোশন চান।

আর সেই কারণেই সম্প্রতি এশিয়ান টিভি ও রেডিও ফূর্তির (এফ এম) সঙ্গে একটি চুক্তি করেছেন। চুক্তি অনুসারে এখন থেকেই এশিয়ান টিভি ও রেডিও ফূর্তি ছবিটির বিভিন্ন প্রচারণায় কাজ করবে।

অদিত বলেন ‘ আমি নির্দিষ্ট কোনো দর্শককে লক্ষ্য করে ছবিটি নির্মাণ করিনি। আমি চাই সকলেই ছবিটি দেখুক। আর সে কারণেই প্রচারণার জন্য এশিয়ান টিভি ও রেডিও ফূর্তির সঙ্গে যুক্ত হয়েছি। শুধু তাই নয়, ছবিটি মুক্তির আগে আমরা বিলবোর্ড, বিজ্ঞাপনসহ আরো কিছু পদক্ষেপ নিব। আমার বিশ্বাস ছবিটি নিয়ে দিন দিন দর্শকদের মধ্যে আগ্রহ বাড়বে।’

Tuesday, November 13, 2012

হয়ে গেল হিমু দিবসে হুমায়ুন মেলা

কথাসাহিত্যিক ও  বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে ১৩ নভেম্বর চ্যানেল আই দিনব্যাপী এক ব্যাতিক্রমী উৎসবের আয়োজন করে। দিনটিকে হিমু দিবস হিসেবে পালন এবং হুমায়ুন মেলার মাধ্যমে দিবসটি পালন করা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত হয় হুমায়ুন মেলা।

মেলা মঞ্চে পরিবেশিত হয় হুমায়ুন আহমেদের  লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটক-এর গান, গেয়ে শোনান দেশের প্রতিথযশা শিল্পীবৃন্দ। নাচ ও কবিতার আবৃত্তি ছাড়াও স্মৃতিকথা -স্মৃতিচারণ করেন হুমায়ুন আহমেদের কাছের মানুষরা। ছিলো হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির ষ্টলসহ নানা আয়োজন। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হিমুর কথা ভিসিডির মোড়কও উন্মেচন করা হয়।
 
সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে হলুদ রঙের বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দেশের সুধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং হুমায়ুন ভক্তরা  হুমায়ুন মেলার উদ্বোধন করেন।  চ্যানেল আই  ও রেডিও ভুমি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হুমায়ুন মেলা সরাসরি সম্প্রচার  করে।

উদ্বোধনী অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের  আফরোজ শাওন, হুমায়ুন আহমেদের খালা রিজিয়া রহমান, কবি বেলাল চৌধুরী,  কবি আসাদ চৌধুরী, অভিনেতা আতাউর রহমান, রহমত আলী, চলচ্চিত্রকার গাজী মাজহারুল ইসলাম, শাহ আলম কিরণ, আমজাদ হোসেন,  আব্দুল লতিফ বাচ্চু, খালিদ মাহমুদ, নারী উদ্যোক্তা কণা রেজা, শিশু সাহিত্যিক আলী ইমাম, শিল্পী আসমা আব্বাসী, রেবেকা সুলতানা, এস আই টুটুল, সেলিম চৌধুরী, রেডিও ভুমির পক্ষে শামস সুমন, অভিনেতা মাজনুন মিজান, প্রাণ রায়, প্রকাশক মাজহারুল ইসলাম, ফরিদ আহমেদ, সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, আলতাফ মাহমুদ, রেজানুর রহমান প্রমুখ।

মেলার উদ্বোধন পর্বে সবাইকে স্বাগত জানান  চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বক্তব্য রাখেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু,  আবদুর রশীদ মজুমদার, ইনমা`র পক্ষে ইন্তেখাব মাহমুদ। 

মেলা উপলক্ষে পাক্ষিক আনন্দ আলো একটি বিশেষ বুলেটিন বের করে। মেলায় হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটি কেকও কাটা হয়।

মেলা মঞ্চে সংগীত পরিবেশন করেন সুবীর নন্দী, মনির খান, সেলিম চৌধুরী, এস আই টুটুল, শাহনাজ বেলী, চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পীবৃন্দ এবং কুদ্দুস বয়াতী ও তার দল।

Monday, November 12, 2012

বিয়ে মেয়েদের জীবনের লক্ষ্য হতে পারে না- বললেন পপি

সাদিকা পারভিন পপি
ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: সাদিকা পারভিন পপি বর্তমানে শুটিং করছেন ‘প্রেম হল বাসর হল না’ ছবির। প্রেম হলে বাসর হওয়াটা কি খুব বেশি জরুরি ?

এ কথা শুনে একটু হাসলেন এ অভিনেত্রী। প্রশ্নের জবাব দিলেন এভাবে ‘দেখুন বিয়ে একটা মেয়ের জীবনের আলটিমেট টার্গেট হতে পারে না। আমি এটা মানি না। একজন মেয়ের জীবনে অনেক কিছু করার আছে। আমি যেমন এখন কাজটাই করতে চাই। আজ থেকে ৪০ বা ৫০ বছর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সে কাজটি করতে চাই। বিয়েটা আমার কাছে এত জরুরি বিষয় না’।
popy-220
সাদিকা পারভিন পপি


অভিনয়টাকেই এখন প্রধান করে দেখছেন পপি। ঘর সংসার বিয়ে এগুলো বিষয় নিয়ে আরো পরে ভাবতে চান। তিনি মনে করেন এ বিষয়গুলো নিয়ে ভাবার আরো সময় আছে। তাই তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শুটিং নিয়ে।
তিনি বলেন ‘আমার অনেক সিনিয়র শিল্পী রয়েছেন যারা এখনো বিয়ে করেননি। তাই না? সময় তো চলে যাচ্ছে না।’

বর্তমানে তিনি ‘মন খুঁজে বন্ধন’, ‘শর্ট কার্টে বড়লোক’, ‘পৌষ মাসের পিরিতি’, ‘জীবন যন্ত্রনা’সহ আরো বেশ কিছু ছবির শুটিং এবং ডাবিং এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

শুধু সিনেমা নয় টেলিভিশন নাটক ও টেলিছবিতেও দেখা মিলে তার। এ মাসেই নতুন একটি টেলিছবির শুটিং করতে যাচ্ছেন তিনি। টেলিভিশন নাটক ও টেলিছবিতে চলচ্চিত্রের শিল্পীদের অভিনয় করাটাকে অনেকেই সহজভাবে দেখেন না। কেউ কেউ মনে করেন ফিল্মে যে শিল্পীদের চাহিদা থাকে না তারাই জীবন চালানোর জন্য নাটক বা টেলিছবিতে অভিনয় করেন। কিন্তু এ বিষয়টা মেনে নিতে পারেন না পপি।
popy-120
সাদিকা পারভিন পপি


তিনি বলেন ‘আমি একজন শিল্পী সব ধরনের কাজের প্রতিই আমার সম্মান আছে। একটা ভালো গল্প আর চরিত্র পেলে আমি কেন কাজ করবো না। আর টেলিভিশন ও হলের দর্শক এক না। দু’জায়গার দর্শকের জন্যই আমি কাজ করতে চাই। আর আমার যদি চাহিদা না থাকতো তাহলে এতগুলো সিনেমা আমার হাতে থাকতো না। এসব কথা শুধুই কথা আর কিছু না। এগুলো নিয়ে আমি ভাবি না। কাজটা করে যাই মন দিয়ে।’

নায়ক সংকট রয়েছে আমাদের ফিল্ম পাড়ায়। শাকিব খান এবং অনন্ত বর্তমানে নায়ক হিসেবে আলোচনায় আছেন। কিন্তু দুজনকে নিয়েই সমালোচনার কমতি নেই। দর্শক এ দুজনকে সহজভাবে নিচ্ছেন না। তাদের সর্ম্পকে আপনার মুল্যায়ন কি?

পপি এবার কিছুটা কৌশলি হলেন। তিনি বলেন ‘আমাদের এখানে নানা ধরনের সংকট রয়েছে। ভালো স্ক্রীপ্ট রাইটার নেই। ভালো নির্মাতা নেই। ভালো ক্যামেরা, লাইট, ম্যাকআপ আর্টিস্ট নেই, ভালো এডিটর নেই। আরো সংকট রয়েছে। এতকিছুর পরেও তারা কাজ করে যাচ্ছেন ভালো করছেন। আরো ভালো করতে পারেন। আমার কাছে মনে হয় এখানে ভালো সিনেমা বানানোর প্রতিযোগিতা হওয়া দরকার। কিন্তু সেটা হচ্ছে না।’

তিন বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী তার নতুন চলচ্চিত্রগুলো দিয়ে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন দর্শকের সামনে। দর্শকের মনে নতুন করে জায়গা করে নিতে পারবেন বলে তিনি আশা করছেন।

Thursday, November 8, 2012

নিঃস্বার্থ ভালবাসা (What is Love)

সিনেমার নাম: নিঃস্বার্থ ভালবাসা (What is Love)
অভিনয়ে: অনন্ত, বর্ষা, শর্মী, নায়করাজ রাজ্জাক, মিশা

 
চিত্রগ্রহণ: মাহফুজুর রহমান খান
সম্পাদনা: একরাম হোসেন

কাহিনী, সংলাপ, পরিচালনা এবং প্রযোজনা: এম, এ, জলিল অনন্ত
সার্বিক ব্যবস্থাপনা: অনন্য মামুন

রিলিজ: ফেব্রুয়ারী ২০১৩


শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভারতের বিভিন্ন লোকেশানে।

Sunday, November 4, 2012

"মেহেরজান" বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: মেহেরজান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র রুবাইয়াত হোসেন পরিচালিত এই ছবিটি ২০১১ সালের ২১শে জানুয়ারি দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মুক্তির পর থেকে ছবিটি ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তুলে।

ছবির নাম : মেহেরজান
পরিচালনা : রুবাইয়াত হোসেন
অভিনয়ে : জয়া বচ্চন, ভিক্টর ব্যানার্জি, শায়না আমিন, ঋতু সাত্তার, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, রুবাইয়াত হোসেন, হুমায়ুন ফরীদি, খায়রুল আলম সবুজ প্রমুখ


কাহিনী সংক্ষেপ

১৯৭১ সালে যুদ্ধের সময়ে শত্রুপক্ষের সেনার প্রেমে পড়ার পরিণতি নাড়িয়ে দেয় মেহেরের মনোজগত, পরিবার ও সমাজ তাকে ঠেলে দেয় অপরাধবোধের যন্ত্রণায়-নেমে আসে দীর্ঘ নিরবতা।
আজ যুদ্ধের ৩৮ বছর পর মেহেরের নিরবতা ভঙ্গ করে সারাহ- খালাতো বোন নীলার ঔরসজাত যুদ্ধশিশু যাকে বিদেশী এক দম্পতির কাছে দত্তক দেয়া হয়েছিল-সে তার বীরাঙ্গনা মায়ের স্ন্ধান করতে এসে মেহেরকে আর একবার দাঁড় করিয়ে দেয় সেই ভুলে যেতে চাওয়া অতীতের মুখোমুখি।
যুদ্ধের ভয়াবহতার শিকার এই দুই নারী অতীতের ইতিহাস খুঁড়তে গিয়ে পুনর্বিবেচনা করে তাদের জীবনের ঘটে যাওয়া বৃত্তান্ত আর খুঁজে পায় কালিমার অন্ধকার ঘুঁচে আলোয় ফেরার পথ।

পুরস্কার

  • জুরি পুরস্কার-শ্রেষ্ঠ চলচ্চিত্র - নরথ্যাম্পটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • অডিয়েন্স এওয়ার্ড - নরথ্যাম্পটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - আবুজা ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (নাইজেরিয়া)
  • শ্রেষ্ঠ সমালোচনা পুরস্কার - জয়পুর ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ফিলাডেলফিয়া ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • লেই হুইপার গোল্ড এওয়ার্ড - ফিলাডেলফিয়া ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি - গায়া এওয়ার্ড - মুনড্যান্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ সঙ্গীত (সঙ্গীত পরিচালক-নীল মুখার্জী) - আটলান্টিস এওয়ার্ড - মুনড্যান্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • ওরসন ওয়েলস এওয়ার্ড - শ্রেষ্ঠ পরিচালক - টিবুরন ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি - বোনহেড এওয়ার্ড - বেয়ার বোন্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ সঙ্গীত (সঙ্গীত পরিচালক-নীল মুখার্জী) - বোনহেড এওয়ার্ড - বেয়ার বোন্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ব্রীজ ফেস্ট ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বিশেষ সম্মাননা পুরস্কার - নিউ জার্সি ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ পিস, ইন্স্পায়ারেশন এন্ড ইকুয়ালিটি 
  • বিশেষ জুরি পুরস্কার - ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ পিস, ইন্স্পায়ারেশন এন্ড ইকুয়ালিটি 
  • শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র - ক্লিভল্যান্ড ইন্ডি গেদারিং ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য-সম্মাননা পুরস্কার - ক্লিভল্যান্ড ইন্ডি গেদারিং ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট আউটস্ট্যান্ডিং ফিল্ম (ইস্ট) - সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ অভিনেত্রী (জয়া ভাদুরি বচ্চন) - সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র - রিভার'স এজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট আউটস্ট্যান্ডিং ডেব্যু ফিল্ম - নিউ জার্সি সাউথ এশিয়ান ইন্ডিপেন্ড্যান্ট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট ফিমেল ডিরেক্টর - নিউ জার্সি সাউথ এশিয়ান ইন্ডিপেন্ড্যান্ট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র-রানার আপ - একশন অন ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • লস এঞ্জেলেস মুভি এওয়ার্ড - এওয়ার্ড অব এক্সেলেন্স, বেস্ট অরিজিন্যাল স্কোর, বেস্ট এক্ট্রেস, বেস্ট সাপোর্টিং এক্ট্রেস 
  • ক্যালিফোর্নিয়া মুভি এওয়ার্ড - শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষারা চলচ্চিত্র - ইয়োসেমাইট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • গোল্ডেন পাম - শ্রেষ্ঠ চলচ্চিত্র - মেক্সিকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - স্কাইফেস্ট ফিল্ম এন্ড স্ক্রিপ্ট ফেস্টিভ্যাল
  • অরেগন ফিল্ম এওয়ার্ডস - শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র 
  • গ্রান্ড গোল্ডি এওয়ার্ডস - শ্রেষ্ঠ চলচ্চিত্র 
  • এওয়ার্ড অব মেরিট - গ্লোবাল মিউজিক এওয়ার্ডস - শ্রেষ্ঠ সঙ্গীত
এবং আরও অনেক পুরস্কার সহ কলকাতা চলচ্চিত্র উতসব, ফ্রাইবোর্গ ফিল্ম ফেস্টিভ্যাল, বোগোটা ফিল্ম ফেস্টিভ্যাল, ফোর্ট লডেরডেল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ওশিয়ান'স সিনেফ্যান ফেস্টিভ্যাল অব এশিয়ান এন্ড আরব সিনেমা, সাইপ্রাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এরিজোনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লাদাখ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হলিউড ইন্টারন্যাশনাল ফ্যামিলি ফিল্ম ফেস্টিভ্যাল, বেলিজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাগদাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কেনিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, সোহো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাফেলো-নায়াগ্রা ফিল্ম ফেস্টিভ্যাল, মারবেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওক্সাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল ওয়েক আপ ফিল্ম ফেস্টিভ্যাল সহ অর্ধশতাধিক চলচ্চিত্র উতসবে প্রদর্শিত হয়েছে মেহেরজান।
 http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8



বোরকা পরে ঘুরতাম : 'মেহেরজান' খ্যাত শায়না আমিন

ঢালিউড ইনফোটেইনমেইন্ট::  'মেহেরজান' ছবিটি রাতারাতি বিখ্যাত করে তোলে শায়না আমিনকে। মাঠে আড্ডায় বসলেই ছবি তুলতে আসে মেয়েরা। বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত সাহা, ছবি তুলেছেন কাকলী প্রধান 
কোথায় পড়ছেন?
লালমাটিয়া মহিলা কলেজে ব্যবস্থাপনা প্রথম বর্ষে। ভর্তি হয়েছি গত বছর।

জাতীয় বিশ্ববিদ্যালয় মানেই তো সেশন জট। এটা জেনেও ভর্তি হলেন কেন?
ইচ্ছা ছিল প্রাইভেটে পড়ব। কিন্তু তখন মিডিয়ায় কাজ শুরু করে দিয়েছি। প্রাইভেটে পড়াশোনার অনেক চাপ। মিডিয়া, পড়াশোনা দুটো একসঙ্গে চালাতে পারতাম না। তাই সিদ্ধান্ত নিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়েই পড়ব। বন্ধুরা সবাই লালমাটিয়ারই ফরম তুলেছিল। সাতপাঁচ না ভেবে গত বছর এ কলেজেই ভর্তি হয়ে গেলাম।

ক্যাম্পাস লাইফের প্রথম দিনটি কেমন ছিল?
প্রথম দিন দুটি ক্লাস ছিল। প্রথম ক্লাসেই স্যার জানিয়ে দিলেন, 'জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনেক বড়। ফাঁকিবাজি চলবে না।' ক্লাস শেষে বন্ধুদের নিয়ে আড্ডা দিলাম কলেজের মাঠে।

'মেহেরজান'-এর শুটিংয়ের সময় ক্লাস করতে পেরেছিলেন?
ভর্তির পর পরই মেহেরজানের শুটিং শুরু হয়। শুটিংয়ের ব্যস্ততায় ক্লাস করা সম্ভব ছিল না। তাই পুরো এক বছর ক্যাম্পাসে যাইনি। এখন আবার নিয়মিত ক্লাস করছি।

'মেহেরজান' মুক্তির পর ক্যাম্পাসে কী প্রতিক্রিয়া?
বন্ধুরা দল বেঁধে সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখেছে। স্যাররাও অভিনয়ের প্রশংসা করেছেন। কিন্তু আমার কপালটাই খারাপ। সিনেমাটি তো আর চলছে না। খুব মন খারাপ করে ক্যাম্পাসে আসতাম। স্যার, বন্ধুরা সবাই ছবি বন্ধের ব্যাপারে হতাশ।

তারকাখ্যাতির বিড়ম্বনাটা কেমন?
স্যাররা ক্লাসে দাঁড় করিয়ে অভিনয়ের টিপস দেন। মাঠে আড্ডায় বসলেই মেয়েরা ছবি তুলতে আসে। মজার ব্যাপার কী, আমার সঙ্গে যে কথা হয়েছে সেটাকে বিশ্বাসযোগ্য করতে ভিডিও করে নিয়ে যায়।

স্কুলবেলা কোথায়, কেমন কেটেছে?
আমি পড়তাম লালমাটিয়া গার্লস হাই স্কুলে। এখান থেকেই এসএসসি সিনিয়রদের সঙ্গে ছিল গলায় গলায় ভাব। একটু বড় হওয়ার পর ক্লাসমেটদের সঙ্গে প্রায়ই হাতাহাতি হতো। কত দিন যে আহত হয়ে বাসায় ফিরেছি! কলেজ ছিল মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ।

অভিনয়ের শুরু তো স্কুলেই!
অভিনয়ের শুরু সপ্তম শ্রেণীতে। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুকুমার রায়ের 'অবাক জলপান' নাটিকায় ঝুড়িওয়ালার চরিত্রে অভিনয় করেছিলাম। এ ছাড়া স্কুলের সাংস্কৃতিক কার্যক্রমে ইভেন্টে সাজসজ্জা, ব্যবস্থাপনার দায়িত্ব ছিল আমার ওপর। হামদ-নাতে অংশ নিয়েছি। নাচ শিখেছি 'নৃত্যাঙ্গন একাডেমী'তে।

ক্লাস পালিয়েছেন কখনো?
সায়েন্সের ছাত্রী ছিলাম। বিষয়গুলো এত নীরস লাগত যে ক্লাস পালিয়ে বসুন্ধরা সিটি, রাইফেলস স্কয়ার, নিউ মার্কেটে ঘুরতাম। ধরা পড়ার ভয়ে বন্ধুর বোরকা পরে বের হতাম।

স্কুলজীবনেই তো মিডিয়ায় কাজ শুরু করেছিলেন?
ক্লাস টেনে পড়ার সময় সানসিল্ক শ্যাম্পুর অ্যাড করি। অ্যাডের একটা ডায়ালগ ছিল 'তিন দু গুণে পাঁচ'। ডায়ালগটা নিয়ে বন্ধুরা জ্বালিয়ে মারত। অঙ্কে এমনিতেই একটু কাঁচা ছিলাম তার ওপর এই বিজ্ঞাপন! তবে বন্ধু, স্যার সবাই বিজ্ঞাপনটির প্রশংসা করেছিলেন।

ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন?
ম্যানেজমেন্টেই ক্যারিয়ার গড়ব। বিবিএ পড়া শেষ করে করপোরেট হাউসে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করার ইচ্ছা আছে।

::.ঢালিউড ইনফোটেইনমেইন্ট

আন্তর্জাতিক আঙ্গিনায় সম্মান পাচ্ছে মেহেরজান

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: দেশে দুয়ো পেলেও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্কিত ছবি মেহেরজান৷ সর্বশেষ ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ছবিটি৷
মুক্তিযুদ্ধে এক পাকিস্তানি সেনার সঙ্গে বাঙ্গালী ললনার প্রেম ও ভালোবাসার কাহিনী মেহেরজান৷ ছবিটিতে আরও এসেছে সাতচল্লিশের ভারত বিভাগ ও মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর বর্বরতার কাহিনী৷ কিন্তু পাকিস্তানী সেনার সঙ্গে এক বাঙ্গালী নারীর ভালোবাসা! বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের অনেক মানুষ সেটা মেনে নিতে পারেননি৷ তাই শুরু হয় বিতর্ক, আর তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হচ্ছে না মেহেরজান৷

তবে ছবির পরিচালক রুবাইয়াত হোসেন এই সিদ্ধান্তের বিরোধীতা করে বলেছিলেন, এটি একটি গল্প মাত্র, এতে মুক্তিযুদ্ধের অবমাননার কিছু নেই৷ যাই হোক, এরপর থেকে একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ছবিটি৷ রুবাইয়াত হোসেন ডয়চে ভেলেকে জানিয়েছেন, গত মাসে ক্যালিফোর্নিয়ার অ্যাকশন অন ফিল্ম বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ক্যাটাগরিতে ছবিটি মনোনয়ন পায়৷ এতে সেরা ছবির ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ছবিটি৷ এছাড়া সেরা নারী পরিচালক ক্যাটাগরিতেও মনোনয়ন পায় মেহেরজান৷ রুবাইয়াত হোসেন আরও জানিয়েছেন, আগামী নভেম্বরে মিশিগানে অনুষ্ঠিতব্য অ্যামেরিকান চলচ্চিত্র উৎসবে মেহেরজানকে আমন্ত্রণ জানানো হয়েছে৷

উল্লেখ্য, ছবিটিতে ভারতের প্রখ্যাত অভিনেত্রী জয়া বচ্চনের পাশাপাশি নতুন মুখ হিসেবে বাংলাদেশি অভিনেত্রী শায়না আমিনের অভিনয় বেশ নজর কেড়েছে৷ জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মেহেরজান৷