Monday, January 7, 2013

পরিচালক সমিতির নির্বাচন | খোকন-গুলজার প্যানেলের জয়

ঢালিউড ইনফো:: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পরিচালক সমিতির ২০১৩-২০১৪ মেয়াদের নির্বাচনে জয়ী হয়েছেন শহীদুল ইসলাম খোকন এবং মুশফিকুর রহমান গুলজার প্যানেল।

শুধুমাত্র ‘হাননান-মানিক’ প্যানেলের তিনটি কার্যনির্বাহী সদস্যপদ ছাড়া বাকি সবগুলো পদেই ‘খোকন-গুলজার’ প্যানেল জয় পেয়েছে। ২৮ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা৫৫ মিনিটে পরিচালক শাহ মো: সংগ্রামের ভোট গ্রহণের মধ্যদিয়ে পরিচালক সমিতির ২০তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত বিরতি ছাড়া বিকেল পাঁচটা পর্যন্ত সর্বমোট ৩০০ জন ভোটার এবারের নির্বাচনে ভোট দেন। যার মধ্যে ১৫ টি ভোট বাতিল বলে গণ্য হয়। মোট ভোটার ছিল ৩২০ জন। নানা কারণে ২০ জন ভোটার ভোট দিতে আসতে পারেননি।

পূর্ণিমা-মোনালিসার ভুয়া আইডি || ফেসবুকে নির্মাতা ও অভিনয়শিল্পী থেকে সাবধান!


ঢালিউড ইনফো :: হঠাৎ পরিচিত এক বড় ভাই সে দিন ফোন দিলেন। ফোন করে তিনি একজন পরিচালকের নাম বললেন। আর বললেন, “আমার ছোট বোন অভিনয় করতে চায়। ফেসবুকে তার একজন পরিচালকের সঙ্গে পরিচয় হয়েছে। এ পরিচালক কেমন? তুমি কি তার সম্পর্কে আমাকে জানাতে পারবা?”

আমি তাকে জানালাম এ নামে কোনো নির্মাতাকে চিনি না। তারপরেও খবর নেবো। কয়েকজন পরিচালকের কাছে ঐ পরিচালকের নাম বললাম, কেউ চিনলেন না। এরকম অনেক নির্মাতাকেই আজকাল ফেসবুকে দেখা যায়। তাদের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় কেউ হয়তো অমুক অডিও ভিজুয়্যালের প্রধান নির্বাহী (সিইও), কেউ তমুক প্রযোজনা প্রতিষ্ঠানের এমডি ইত্যাদি।

Friday, January 4, 2013

চলচ্চিত্রের ডাবিং নিয়ে মীমের ভয়!

ঢালিউড ইনফো ::
বিদ্যা সিনহা মীমের নতুন ছবি ‘জোনাকির আলো’র শুটিং শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারি ছবিটির বাকি অংশের শুটিং হবে।

আর ১২ জানুয়ারি থেকে ছবিটির ডাবিং শুরু হবে। ছবির ডাবিংয়ে বিদ্যা সিনহা মীম অংশ নিবেন। এ কারণে একটু চিন্তিত এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে মীম বলেন, ‘চলচ্চিত্রের ডাবিংয়ের ক্ষেত্রে আমার কিছুটা ভয় কাজ করে। এতদিনেও ভয়ের ব্যাপারটি কাটিয়ে উঠতে পারিনি। তবে এবার আশা করি, সব ধরণের জড়তা কাটিয়ে সংলাপগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারব। আর একটি কথা ‘জোনাকির আলো’তে দর্শকরা আমকে নতুন রুপে দেখবেন।’

Saturday, December 29, 2012

ত্রিদেশীয় উৎসব মাতালেন তিন তারকা


ঢালিউড ইনফো:: বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। আলাদা আলাদা তিনটি দেশের নাম হলেও বাংলাদেশের সংগীতপ্রেমীদের    নিকট ভারত ও পাকিস্তানের শিল্পীর জন্য ভালোবাসার শেষ নেই। এমনটিই প্রমাণ মিলল শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত  প্র্রামীণফোনের ‘ট্রাই নেশন মেগা  ফেস্টিভ্যাল’ সংগীত উৎসবে।

একত্রিত হয়েছিলেন তিন দেশের তিন তারকা কণ্ঠশিল্পী যথাক্রমে জেমস, সনু নিগম এবং শাফকাত আমানত আলী।

Tuesday, December 18, 2012

আসছে থার্ড জেনারেশন...

থ্রিজি বলে একটা শব্দ আমাদের জীবনে যুক্ত হয়েছে। এই থ্রিজি বা থার্ড জেনারেশন নিয়ে একটু বেশিই ভাবনায় আছেন সকলে। তৃতীয় প্রজন্মের সময়টা কেমন হবে? এর উত্তর হয়তো পাওয়া যেতে পারে সাইফুল ইসলাম মান্নুর রচনা ও পরিচালনায় ‘থার্ড জেনারেশন’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে।

Monday, December 17, 2012

ফ্রান্সে যাচ্ছে 'উত্তরের সুর'

ঢালিউড ইনফো:: 'উত্তরের সুর' চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার ফ্রান্সে যাচ্ছে। সেখানকার প্রবাসী বাঙালিদের সংগঠন 'এশিয়ান কালচারালস ফ্রাঙ্কো বাংলাদেশি'র আয়োজনে ৩০ ডিসেম্বর প্যারিসে ছবিটি প্রদর্শিত হবে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন শাহনেওয়াজ কাকলী। তিনি জানান, এর আগে 'উত্তরের সুর' 'পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এবং 'থার্ড আই বোম্বে ফিল্ম ফেস্টিভ্যাল' প্রদর্শিত হয়েছে। এ ছাড়া আগামী বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় ছবিটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

শাহনেওয়াজ কাকলী আরও জানান, ২৮ ডিসেম্বর তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুসি, উৎপল, শিশুশিল্পী মেঘলা এবং রংপুর থিয়েটারের নাট্যজনরা।

Sunday, December 16, 2012

অস্বচ্ছতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ঢালিউড ইনফো:: বিতর্কে জড়িয়ে পড়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জুরিবোর্ড সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে চলচ্চিত্রাঙ্গনসহ বিভিন্ন মহল। সবার মতে জাতীয় শিল্প-সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রবর্তন করা হয়েছিল। কিন্তু প্রভাব এবং পক্ষপাতিত্বের কারণে সেই লক্ষ্য বরাবরই
ব্যাহত হচ্ছে।

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর থেকেই এতে নানা প্রভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও বিষয়টি জোরালো হয় ২০১০ ও ২০১১ সালে অভিনেতা আলমগীরের পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে। ও িবছর আলমগীর জুরিবোর্ডের অন্যতম সদস্য ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জুরিবোর্ডের সদস্যরা পুরস্কার নিতে পারবে না এমন কোনো নীতিমালা না থাকলেও নৈতিকভাবে কোনো সদস্যের এই পুরস্কার নেওয়া উচিত নয়। নিলে জুরিবোর্ডসহ সরকার বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়। সন্দেহ ও বিতর্ক দেখা দেয়। বাস্তবে ২০১০ ও ২০১১ সালে সেটিই হয়েছে। ২০১০ সালে আলমগীর শ্রেষ্ঠ পাশর্্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান 'জীবন মরণের সাথী' চলচ্চিত্রের জন্য। ওই সময়ও তিনি জুরিবোর্ডের সদস্য ছিলেন। ২০১১ সালেও জুরিবোর্ডের সদস্য থাকা অবস্থায় আবারও তিনি পাশর্্ব অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন 'কে আপন কে পর' চলচ্চিত্রের জন্য। আলমগীরের পুরস্কার পাওয়া নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, এবার 'খণ্ড গল্প' নামে একটি চলচ্চিত্রের জন্য সুবর্ণা মুস্তাফাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের জন্য সুপারিশ করা হলে জুরিবোর্ডের সদস্য হওয়ায় সুবর্ণা নিজেই পুরস্কার গ্রহণে অসম্মতি জানান এবং তার আপত্তির ফলে সুপারিশ প্রত্যাহার করা হয়।