Sunday, November 4, 2012

"মেহেরজান" বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র

ঢালিউড ইনফোটেইনমেইন্ট:: মেহেরজান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্র রুবাইয়াত হোসেন পরিচালিত এই ছবিটি ২০১১ সালের ২১শে জানুয়ারি দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মুক্তির পর থেকে ছবিটি ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তুলে।

ছবির নাম : মেহেরজান
পরিচালনা : রুবাইয়াত হোসেন
অভিনয়ে : জয়া বচ্চন, ভিক্টর ব্যানার্জি, শায়না আমিন, ঋতু সাত্তার, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, রুবাইয়াত হোসেন, হুমায়ুন ফরীদি, খায়রুল আলম সবুজ প্রমুখ


কাহিনী সংক্ষেপ

১৯৭১ সালে যুদ্ধের সময়ে শত্রুপক্ষের সেনার প্রেমে পড়ার পরিণতি নাড়িয়ে দেয় মেহেরের মনোজগত, পরিবার ও সমাজ তাকে ঠেলে দেয় অপরাধবোধের যন্ত্রণায়-নেমে আসে দীর্ঘ নিরবতা।
আজ যুদ্ধের ৩৮ বছর পর মেহেরের নিরবতা ভঙ্গ করে সারাহ- খালাতো বোন নীলার ঔরসজাত যুদ্ধশিশু যাকে বিদেশী এক দম্পতির কাছে দত্তক দেয়া হয়েছিল-সে তার বীরাঙ্গনা মায়ের স্ন্ধান করতে এসে মেহেরকে আর একবার দাঁড় করিয়ে দেয় সেই ভুলে যেতে চাওয়া অতীতের মুখোমুখি।
যুদ্ধের ভয়াবহতার শিকার এই দুই নারী অতীতের ইতিহাস খুঁড়তে গিয়ে পুনর্বিবেচনা করে তাদের জীবনের ঘটে যাওয়া বৃত্তান্ত আর খুঁজে পায় কালিমার অন্ধকার ঘুঁচে আলোয় ফেরার পথ।

পুরস্কার

  • জুরি পুরস্কার-শ্রেষ্ঠ চলচ্চিত্র - নরথ্যাম্পটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • অডিয়েন্স এওয়ার্ড - নরথ্যাম্পটন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - আবুজা ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (নাইজেরিয়া)
  • শ্রেষ্ঠ সমালোচনা পুরস্কার - জয়পুর ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ফিলাডেলফিয়া ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • লেই হুইপার গোল্ড এওয়ার্ড - ফিলাডেলফিয়া ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি - গায়া এওয়ার্ড - মুনড্যান্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ সঙ্গীত (সঙ্গীত পরিচালক-নীল মুখার্জী) - আটলান্টিস এওয়ার্ড - মুনড্যান্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • ওরসন ওয়েলস এওয়ার্ড - শ্রেষ্ঠ পরিচালক - টিবুরন ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি - বোনহেড এওয়ার্ড - বেয়ার বোন্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ সঙ্গীত (সঙ্গীত পরিচালক-নীল মুখার্জী) - বোনহেড এওয়ার্ড - বেয়ার বোন্স ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ব্রীজ ফেস্ট ইন্ট্যারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বিশেষ সম্মাননা পুরস্কার - নিউ জার্সি ফিল্ম ফেস্টিভ্যাল
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ পিস, ইন্স্পায়ারেশন এন্ড ইকুয়ালিটি 
  • বিশেষ জুরি পুরস্কার - ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ পিস, ইন্স্পায়ারেশন এন্ড ইকুয়ালিটি 
  • শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র - ক্লিভল্যান্ড ইন্ডি গেদারিং ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য-সম্মাননা পুরস্কার - ক্লিভল্যান্ড ইন্ডি গেদারিং ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট আউটস্ট্যান্ডিং ফিল্ম (ইস্ট) - সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ অভিনেত্রী (জয়া ভাদুরি বচ্চন) - সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র - রিভার'স এজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট আউটস্ট্যান্ডিং ডেব্যু ফিল্ম - নিউ জার্সি সাউথ এশিয়ান ইন্ডিপেন্ড্যান্ট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • বেস্ট ফিমেল ডিরেক্টর - নিউ জার্সি সাউথ এশিয়ান ইন্ডিপেন্ড্যান্ট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র-রানার আপ - একশন অন ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • লস এঞ্জেলেস মুভি এওয়ার্ড - এওয়ার্ড অব এক্সেলেন্স, বেস্ট অরিজিন্যাল স্কোর, বেস্ট এক্ট্রেস, বেস্ট সাপোর্টিং এক্ট্রেস 
  • ক্যালিফোর্নিয়া মুভি এওয়ার্ড - শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ বিদেশি ভাষারা চলচ্চিত্র - ইয়োসেমাইট ফিল্ম ফেস্টিভ্যাল 
  • গোল্ডেন পাম - শ্রেষ্ঠ চলচ্চিত্র - মেক্সিকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র - স্কাইফেস্ট ফিল্ম এন্ড স্ক্রিপ্ট ফেস্টিভ্যাল
  • অরেগন ফিল্ম এওয়ার্ডস - শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র 
  • গ্রান্ড গোল্ডি এওয়ার্ডস - শ্রেষ্ঠ চলচ্চিত্র 
  • এওয়ার্ড অব মেরিট - গ্লোবাল মিউজিক এওয়ার্ডস - শ্রেষ্ঠ সঙ্গীত
এবং আরও অনেক পুরস্কার সহ কলকাতা চলচ্চিত্র উতসব, ফ্রাইবোর্গ ফিল্ম ফেস্টিভ্যাল, বোগোটা ফিল্ম ফেস্টিভ্যাল, ফোর্ট লডেরডেল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডন এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ওশিয়ান'স সিনেফ্যান ফেস্টিভ্যাল অব এশিয়ান এন্ড আরব সিনেমা, সাইপ্রাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এরিজোনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লাদাখ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হলিউড ইন্টারন্যাশনাল ফ্যামিলি ফিল্ম ফেস্টিভ্যাল, বেলিজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাগদাদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কেনিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল, সোহো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাফেলো-নায়াগ্রা ফিল্ম ফেস্টিভ্যাল, মারবেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওক্সাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল ওয়েক আপ ফিল্ম ফেস্টিভ্যাল সহ অর্ধশতাধিক চলচ্চিত্র উতসবে প্রদর্শিত হয়েছে মেহেরজান।
 http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8



No comments:

Post a Comment