আর ১২ জানুয়ারি থেকে ছবিটির ডাবিং শুরু হবে। ছবির ডাবিংয়ে বিদ্যা সিনহা মীম অংশ নিবেন। এ কারণে একটু চিন্তিত এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে মীম বলেন, ‘চলচ্চিত্রের ডাবিংয়ের ক্ষেত্রে আমার কিছুটা ভয় কাজ করে। এতদিনেও ভয়ের ব্যাপারটি কাটিয়ে উঠতে পারিনি। তবে এবার আশা করি, সব ধরণের জড়তা কাটিয়ে সংলাপগুলো যথাযথভাবে উপস্থাপন করতে পারব। আর একটি কথা ‘জোনাকির আলো’তে দর্শকরা আমকে নতুন রুপে দেখবেন।’
অন্যদিকে এ ছবিতে অভিনয় করতে গিয়ে মীম নিজের নামের সঙ্গে নতুন একটি পরিচয় যুক্ত করেছেন। সম্প্রতি তিনি এ ছবির ‘ঝিনুক ঝিনুক’ শিরোনামের একটি গানের নৃত্য পরিচালনা করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা।
এছাড়া মীম কিছুদিন আগে ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি মাসেই এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতেও ইমন-মীম জুটি একসঙ্গে অভিনয় করবেন।
No comments:
Post a Comment