ঢালিউড ইনফো:: 'উত্তরের সুর' চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
প্রদর্শিত হওয়ার পর এবার ফ্রান্সে যাচ্ছে। সেখানকার প্রবাসী বাঙালিদের
সংগঠন 'এশিয়ান কালচারালস ফ্রাঙ্কো বাংলাদেশি'র আয়োজনে ৩০ ডিসেম্বর প্যারিসে
ছবিটি প্রদর্শিত হবে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন
শাহনেওয়াজ কাকলী। তিনি জানান, এর আগে 'উত্তরের সুর' 'পাকিস্তান
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম
ফেস্টিভ্যাল', 'কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল' এবং 'থার্ড আই
বোম্বে ফিল্ম ফেস্টিভ্যাল' প্রদর্শিত হয়েছে। এ ছাড়া আগামী বছরের শুরুতে
দক্ষিণ কোরিয়ায় ছবিটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
শাহনেওয়াজ কাকলী আরও জানান, ২৮ ডিসেম্বর তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুসি, উৎপল, শিশুশিল্পী মেঘলা এবং রংপুর থিয়েটারের নাট্যজনরা।
শাহনেওয়াজ কাকলী আরও জানান, ২৮ ডিসেম্বর তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।
এ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুসি, উৎপল, শিশুশিল্পী মেঘলা এবং রংপুর থিয়েটারের নাট্যজনরা।
No comments:
Post a Comment